‘ডেঙ্গু নিয়ে পরস্পর দোষারোপ না করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের সকল জেলা ডেঙ্গু জ্বরে সয়লাব। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হলেও নেই কোনো কার্যকরি উদ্যোগ। দায় এড়াতে সরকারের বিভিন্ন মন্ত্রীরা অসংগতিপ‚র্ণ বক্তব্য দিয়ে চলেছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তেছে। ডেঙ্গু নিয়ে পরস্পর দোষারোপ না করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। তিনি আরো বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। প্রতিদিনই কিছু লোকের প্রাণহানী হচ্ছে। দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এতদিন পরেও একটি দেশে যে রোগটি মহামারি রূপ ধারণ করেছে তা প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ। জনগণ বলে দুর্নীতির মাধ্যমে মশার ঔষধও নাকি মেয়র খেয়ে ফেলেছে। ভোটারবিহীন সরকার আজ উন্নয়ণের নামে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু জনগণের জান-মালের কোনো প্রকার নিরাপত্তা দিতে পারছে না। আজ ২৫ আগস্ট’১৯ বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগ থানা সভাপতি তকদির হুসাইন রুবেল এর সভাপতিত্বে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে ‘সুন্নাতের আমল করি পরিচ্ছন্ন নগর গড়ি’ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, শাহবাগ থানার সহ-সভাপতি হাজী মুহা. সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মুহাম্মদ কামরুল হাসান, প্রচার সম্পাদক মুহা. ইমরান হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মফিজুল ইসলাম, শ্রমিক নেতা মুহাম্মাদ ফিরোজ খাঁন, যুবনেতা মুহাম্মাদ ইয়াদ আলী, ছাত্রনেতা ডা. মামুন খন্দকার প্রমুখ। Comments SHARES জাতীয় বিষয়: