বালিয়াকান্দি ষ্টুডেন্টস অ্যালায়েন্সের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয়

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি : হাসি মুখে রক্তদান, হাসবে রোগী বাঁঁচবে প্রাণ” এই স্লোগানকে বুকে ধারণ করে “বালিয়াকান্দি ষ্টুডেন্টস অ্যালায়েন্স” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় করা হয়েছে।

রবিবার সকাল থেকে বহরপুর ডিগ্রী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় করা হয়েছে।

এসময় রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বহরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অহিদুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন “বালিয়াকান্দি ষ্টুডেন্টস অ্যালায়েন্স” এর বালিয়াকান্দি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজোয়ান শেখ, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল কলি, সহ-সাধারণ সম্পাদক আরিফুল আলম বুলবুল, ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিদয়, রাজিবুল হাসান, রাসেল বিশ্বাস, মোঃ আরিফ মণ্ডল, শিরিন আক্তার, শেফালী আক্তার সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা প্রর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে।

Comments