বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে মোঃ নাজমুল হোসাইন (২৫) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের তেছেম মন্ডলের ছেলে। শনিবার বিকালে বালিয়াকান্দি থানার এসআই বদিয়ার রহমান, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর এলাকা থেকে তাকে ১১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ নাজমুল হোসাইন নামের একজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এএসআই আজিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে রোববার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। Comments SHARES সারাদেশ বিষয়: