ভৈরবে নুরুল ইসলাম ফারুকীর ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর সাবেক আন্তর্জাতিক বিষয়ক সচিব ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র ৫ম শাহাদাৎ বার্ষিকীতে হত্যকারীরদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলা শাখার আয়োজনে ২৫ আগস্ট রবিবার সকাল ১০ টায় ভৈরবের দুর্জয় মোড় চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল ৯.৩০ মিনিটে ভৈরব নাটাল মোড় সংলগ্ন এলাকায় সংগঠনের সকল নেতাকর্মী জমায়েত হয়। পরে এই স্থান থেকে একটি বিশাল মিছিল দুর্জয় মোড়ে গিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। মিছিলটি পরে চাঁন ভান্ডার মাজারে গিয়ে শেষ হয়।

পীরে তরিকত, আল্লামা মুফতি রেজাউল মোস্তুফা আল ক্বাদরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী ( মাঃ জিঃ আঃ) প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ।

উদ্বোধক ছিলেন, আলহাজ্ব আল্লামা হারুনুর রশীদ রেজভী ( মাঃ জিঃ আঃ), প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ তোফাজুল হোসেন ভৈরবী খতিব বাসষ্ট্যান্ড জামে মসজিদ, ভৈরব।

প্রধান আকর্ষণ ছিলেন, আল্লামা পীর মুফতী মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত- ত্বাহেরী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দাওয়াতে ঈমানী বাংলাদেশ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আলহাজ্ব উমর ফারুক আল হোসাইনী, প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও আহবায়ক বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন, রুবেল হোসেন প্রচার সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামা’আত কিশোরগঞ্জ জেলা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ভৈরব উপজেলা। খন্দকার শাহ মোঃ দীন ইসলাম পীর সাহেব সভাপতি বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ভৈরব উপজেলা শাখা প্রমুখ। এছাড়া সংগঠনের যুবসেনা, ছাত্রসেনা ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার ৫ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত খুনিরা ধরা ছোয়ার বাহিরে। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। দেশে আইনের শাসনের যথাযথ প্রয়োগ নাই। ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর রাজারবাজারস্থ নিজ বাসভবনে জঙ্গিবাদীদের হাতে নৃশংসভাবে খুন হন আল্লামা শায়খ নূরুল ইসলাম ফারুকী (রহ.)। তাঁর খুনের পাঁচ বছর পার হয়েছে, অথচ খুনিরা এখনো চিহ্নিত ও গ্রেফতার হয় নি। যারা শহীদ নূরুল ইসলাম ফারুকী হত্যার সাথে জড়িত তাদের অচিরেই গ্রেফতার করে ফাঁসির দাবী জানান ।

বক্তারা আরো বলেন, শহীদ নুরুল ইসলাম ফারুকীর আদর্শ বুকে ধারন করে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আন্দোলনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এদেশের ছাত্র ও যুব সমাজকে ইসলামের পতাকা তলে আহবান করছে এবং সম্প্রতি দেশে কতিপয় বিপদগামী জঙ্গিগোষ্ঠি মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। অথচ ইসলাম কখনো হত্যাকান্ড সমর্থন করে না। জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে সুন্নাত জামায়াত সবসময় সোচ্চার ছিল এবং থাকবে । বক্তারা আল্লামা ফারুকি হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

Comments