কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জাতি বিস্মিত: মাওলানা ইমতিয়াজ আলম

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, কাশ্মীরের মুসলমানদের নির্মম গণহত্যা, নারী-শিশুদের অমানবিক নির্যাতনসহ ধর্ষণের যে মহা উৎসবে ভারত সরকার নেমেছে তা মানবতা বিরোধী। এটা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। ভারত সরকার ৩৭০ ধারা উঠিয়ে দিয়ে কাশ্মীরে মুসলিম নিধন শুরু করেছে। ইহা কোনো সুস্থ মস্তিকের মানুষ সহ্য করতে পারে না।

আজ ২৪ আগস্ট’১৯ ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত বেলাল হোসাইন আরিফীর সভাপতিত্বে ধোলাইপারস্থ ফেরদাউস সেন্টারে ঈদ পূণর্মিলনী ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীরে গণহত্যা, খুন, ধর্ষণসহ ৩৭০ ধারা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে জাতি তার তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের একজন মন্ত্রীর এ রকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জাতি বিস্মিত, চিন্তিত।

তিনি আরও বলেন, জনগণের সরকারের কোনো মন্ত্রী এরকম মন্তব্য করতে পারে না। আজ বাংলাদেশের সীমানা চিত্র উঠিয়ে ৪০০ মিটার ভিতরে দিয়ে দিচ্ছে এ ব্যাপারে সরকার নিরব কেন জাতি তা জানতে চায়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক ও সদস্য আলহাজ্ব এমদাদুল ফেরদাউস।

একই দিনে রাজধানীর একটি মিলনায়তনে কদমতলী থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Comments