কুবি শিক্ষার্থীর মোবাইল বহিরাগত সন্ত্রাসীর ছিনতাই

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই এবং সাথে থাকা বান্ধবীকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সানসেট ভ্যালিতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল আলম সিফাত জানান, আমি ও আমার বান্ধবী রাত ৮টার দিকে সানসেট ভ্যালিতে ঘুরতে যাই। এ সময় বিশ্ববিদ্যালয়ের পেছন দিয়ে দুজন বহিরাগত সন্ত্রাসী এসে আমাদের ধমকাতে শুরু করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দেখিয়ে আমাদের যা আছে দিতে বলে। আমার বান্ধবীকে থাপ্পড় দেয় এবং আমার হাতে থাকা ‘অপো-এ৭১’ মডেলের ফোনটি কেড়ে নিয়ে চলে যায়। আমি দৌঁড়ে তাদের গতিরোধ করতে পারিনি।

ভুক্তভোগী সিফাত জানান, আমরা ওখানে যাওয়ার সময় বিজ্ঞান অনুষদ ভবনের সামনে দুজন নিরাপত্তাকর্মীকে দেখি। কিন্তু এই ঘটনার সময় আমাদের চিৎকারের পরেও কেউ এগিয়ে আসেনি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তাহীনতার এমন দুরূহ অবস্থা আর কখনো দেখিনি।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা প্রশাসনের নিরাপত্তাহীনতার চরম ব্যর্থতার পরিচয়। প্রশাসনের উচিত এ বিষয়ে সতর্ক হওয়া। না হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

ঘটনাস্থল সানসেট ভ্যালিসহ বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে নিরাপত্তা প্রাচীরের কোনো অস্তিত্ব নেই। এসব স্থান দিয়ে স্থানীয় লোকজন, তাদের গরু-ছাগল ও বহিরাগতরা অবাধে আসা যাওয়া করছে। তাদের পাশাপাশি স্থানীয় চুর-ছিনতাইকারীরা নির্বিঘ্নে প্রবেশ করছে ক্যাম্পাসের অভ্যন্তরে।

ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা উপদেষ্টা ড. দুলাল চন্দ্র নন্দী জানান, ‘এটা খুবই ভাবনার বিষয়। আমরা নিরাপত্তার ব্যাপারে আরো কঠোর হবো।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও যথাযথ আলোর ব্যবস্থা করা হবে। সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে আমি উপাচার্যের সাথে কথা বলবো। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলবো রাতে টহলের ব্যবস্থা নিতে।’

Comments