ফেসবুকে শিক্ষকের মানহানি, রামপাল কলেজের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীনবন্ধু পাল ও তার প্রতিষ্ঠানের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলমকে জড়িয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন অনলাইন পত্রিকা ও ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার প্রতিবাদে নিন্দা প্রকাশ করা হয়েছে।

রামপাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিনবন্ধু পাল এক বিবৃতিতে জানান, গত ৩ আগষ্ট ২০১৯ ইংরেজী তারিখে রামপাল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে রামপাল উপজেলা বিদ্যুৎ অফিস থেকে দাওয়াত দেওয়ায় তাদের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে কলেজ থেকে যাত্রা করেন।

তিনি কলেজের ক্লাস শেষ করেই আমার অনুমতি সাপেক্ষে ১১.৪৫ মিনিটে কলেজ ত্যাগ করেন। এ ঘটনাকে পুজি করে একটি কুচক্রী মহল জনসাধারনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে ইংরেজী বিভাগের প্রভাষক ক্লাস করেন না বা ক্লাস বাদ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন বলে মিথ্যা তথ্য ছড়ায়।

শুধুমাত্র সুনামহানী করতে কোনো ধরনের তথ্যপ্রমান যাচাই না করে এধরনের বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করার জন্য চরম নিন্দা জ্ঞাপন করা হয়।

Comments