এডিস মশা নিধনে দুই সিটির যৌথ অভিযান

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

নিউজ ডেস্ক

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকাকে এডিস মশামুক্ত করার লক্ষ্যে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। পহেলা সেপ্টেম্বর থেকে বাসা বাড়িতে মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা গুনতে হবে বলে সতর্ক করা হয়। প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে বন্টন করে প্রতিদিন দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে দুই মেয়র।

গুলশানের ১৯ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু চিরুনি অভিযান। পরিচ্ছন্ন কর্মী ও স্কাউট সদস্যদের নিয়ে ১০টি ব্লকে ভাগ হয়ে বাসা -বাড়িতে খোঁজা হয় প্রাণঘাতি এডিস মশার লার্ভা। প্রথমেই এক নম্বর রোডের আট নম্বর বাসার ছাদে পাওয়া যায় মশার প্রজনন ক্ষেত্র। বাণিজ্যিক ভবন হওয়ায় এক লাখ টাকা জরিমানা করে উত্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরপর একই ওয়ার্ডের বেশ কয়েকটি বাসায় মশার লার্ভার সন্ধান পায় পরিচ্ছন্ন কর্মীরা। বহুতল ভবনের ছাদ, বেলকনি, বারান্দা কিংবা গ্যারেজে এডিস মশার জন্ম নিচ্ছে। সেখানে গিয়ে নিজ দায়িত্বে পরিস্কার করার পরামর্শ দেন উত্তরের মেয়র ।

সকাল থেকে ডেঙ্গুর লার্ভা ধ্বংসের লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এসময় মেয়র সাঈদ খোকন জানান, জুলাই মাস থেকে চলা অভিযানে ১১০০ বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া যায়। তিনি আশা করেন, ঢাকা মহানগরীতে ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

গুলশান-১ এর ফজলে রাব্বি পার্কে এডিস মশার বিরুদ্ধে এই অভিযানের উদ্বোধন করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, এই অভিযানে তরুণ ও অবসরপ্রাপ্তদেরও এই কার্যক্রমে অংশ নেয়ার পরামর্শ দেন।

Comments