প্রকল্পে অনিয়ম হলেই শাস্তি: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

নিউজ ডেস্ক

কোন প্রকল্পে অনিয়ম হলে অভিযুক্তকে শাস্তির আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরে-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এসময়, সবজি রপ্তানির জন্য বিমান বাংলাদেশকে দুটি কার্গো কেনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া, ভবিষ্যতে সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেয়া কথা জানান তিনি।

২০১৬ সালে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলার চরফ্যাশনকে রক্ষা করতে প্রকল্প হাতে নেয়া হয়। এটি চলতি বছরের জুনে শেষ করার কথা ছিল। কিন্তু একনেক সভায় প্রকল্পটির মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

একই এলাকার আরেকটি প্রকল্প প্রকৌশলীর গাফিলতির কারণে তা বাস্তবায়ন হয়নি এবং আর্থিক ক্ষতি হয়েছে। অথচ তাকেই আবার নতুন প্রকল্পের দায়িত্ব দেয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নির্দেশ দেন প্রকল্পে অনিয়ম হলে শাস্তির ব্যবস্থা করার।

সভায় কৃষি বিপণন অধিদপ্তরের কাজে গতি আনতে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত কৃষির বাইরে বিদেশি জাতের বিভিন্ন ধরনের ফল, শাক-সবজি চাষে সফলতা এসেছে। তাই বিভিন্ন দেশে সবজি রপ্তানির জন্য দুটি কার্গো কিনতে বলেন তিনি।

খুলনা কর ভবন নির্মাণ ও উপকূলীয় এলাকার মানুষের অভিযোজন সক্ষমতা বাড়ানোসহ সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এগুলো বাস্তবায়নে খরচ হবে ৩ হাজার ৪৭০ কোটি ২০ লাখ টাকা।

Comments