হজ ক্যাম্পে নানা অব্যবস্থাপনার অভিযোগ যাত্রীদের

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

নিউজ ডেস্ক: হজযাত্রার তৃতীয় দিনে নির্ধারিত সময়ে হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছে ফ্লাইট। বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজ হওয়ায় খুশি হলেও ক্যাম্পে নানা অব্যবস্থাপনায় অসন্তোষ জানিয়েছেন যাত্রীরা।

বিশেষ করে ডরমেটরির নোংরা পরিবেশ ও পর্যাপ্ত ফ্যানের অভাবের কথা জানান তারা। ক্যাম্পের নিচতলায় ১০ থেকে ১২ ঘন্টা আগে আসা যাত্রীদের বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা ও সন্ধ্যার পর মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকারও অভিযোগ করেছেন অনেকে।

তৃতীয় দিনে আজ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ১৬ টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এখন পর্যন্ত ৭ টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য বছরের মত এবার ফ্লাইট বাতিল বা শিডিউল বিপর্যের শঙ্কা নেই। ঢাকার পাশাপাশি এ বছর চট্টগ্রাম থেকে ১৯টি এবং সিলেট থেকে ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

Comments