বাঘারপাড়ায় আ’লীগের দুই পক্ষের শোক দিবস পালিত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

শান্ত দেবনাথ,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় আ’লীগের দুই পক্ষ শোক দিবস পালন করেছে।

মাত্র পঞ্চাশ গজের ব্যবধানে এমপি রনজিত রায় পক্ষে অনুষ্ঠান হয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে। অপর পক্ষ উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল পক্ষের অনুষ্ঠান হয় উপজেলা পরিষদ চত্তরে।

এ দিন দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা নিয়ে শোক র‌্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কার শিকদারে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিত রায়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা। বঙ্গবন্ধু জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা পত পত করে উড়তো না। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।

তিনি অরোও বলেন জিবিত শেখ মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী। শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তর করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের শপথ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে দরবারে একটি রোল মডেল। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জামাত বিএনপি কোনো চক্রান্তকারীরা যেন এ উন্নয়ন না করতে পারে, সে ব্যাপারে সজাগ
থাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীলু পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু সাহা, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দীন মিনা, দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অরুণ অধিকারী , সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল আঢ্য, বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর সরদার, সাধারণ সম্পাদক নূর জালাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, ইমতিয়াজ নাছির তুষার, রুবেল রানা, আলমঙ্গীর সিদ্দীকি প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু। সমাবেশ শেষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেণ সংসদ সদস্য রনজিত রায়।

অপর দিকে উপজেলা পরিষদ চত্তরে আওয়ামীলীগের অন্য পক্ষ উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নেতৃত্বে শোক দিবস পালিত হয়।

এ দিন বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার।

এতে প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়েজিত হোসেন প্রমূখ।

এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালী,আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস প্রমূখ।

Comments