রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

অমিত পাল, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এরপর র‌্যালী এবং র‌্যালী শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার সপ্নদ্রষ্টা। বাঙালী জাতিকে তিনি বহুদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। কিন্তু কিছু কুচক্রী বাংলাদেশ থেকে জাতির জনকের নাম মুছে ফেলতে হীন চক্রান্ত করে। তারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে রাতের অন্ধকারে জাতির জনকের উপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে সহ পরিবারের সদস্যদের হত্যা করেছিলো। এটি বাঙালী জাতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায়।

১৫ আগষ্ট নিহত শহীদদের প্রতি তিনি গভীর শোক ও রুহের মাগফেরাত কামনা করে বলেন, তরুন প্রজম্মকে ইতিহাস জেনে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফপর হোসেন,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান,রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ তুহিন হাওলাদার, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক শেখ সাদী সহ উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্ত ও কর্মচারীবৃন্দ,আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

আপরদিকে জাতির জনকের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Comments