বেলকুচিতে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

বেলকুচি, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার প্রশাসনের উদ্যোগে কড়ইতোলা মোড়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। নিরাবতা পালন শেষে একটি শোক র‍্যালী বের করা হয়।  র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম প্রমূখ।

Comments