ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯ কিশোরগঞ্জের ভৈরবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকালে ভৈরব দূর্জয় মোড় বঙ্গবন্ধু ম্যুরালে পূষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়াম্যন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারি কমিশনার (ভূমি) আনিসুজ্জামান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এবং ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ ভৈরব থানার অফিসার বৃন্দ। পরে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি এসএম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ভৈরব প্রেসক্লাবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পূষ্পস্তবক অর্পণ করেছেন। দিবসটি উপলক্ষে সকালে সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনাসহ কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ দিনটিকে ঘিরে পৃথক পৃথক কর্মসূচী পালন করবে। Comments SHARES সারাদেশ বিষয়: