সরকারের পরিকল্পনার অভাবে চামড়া ব্যবসায় বিপর্যয়: ফখরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯ চামড়ার বাজার নিয়ে নিয়ে সরকারের পূর্বপরিকল্পনা ও নীতিমালা না থাকায় এ ব্যবসায় বিপর্যয় নেমে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ইতোমধ্যে অনেকেই চামড়া মাটিতে পুঁতে ফেলেছে। বায়ার নেই, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।” সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে চামড়া কেনার জন্য ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ দেওয়া হতো। সেভাবেই চামড়া কিনতো, বায়ারদের চামড়া সরবরাহ করতো। তিনি বলেন, শেষ মুহূর্তে সরকার চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনেক দেরিতে নিয়েছে। এটাতে কোনো উপকার হবে না। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারকে জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এর থেকে মুক্তির একটাই পথ খালেদা জিয়াকে মুক্ত করা। মির্জা ফখরুল বলেন, সরকার দেশের উন্নয়ন, আয়, স্থিতি বেশি বেশি দেখিয়ে উন্নয়নের রোল মডেলের নামে মানুষের সঙ্গে প্রতারণা করার কৌশল হাতে নিয়েছে। সরকার সাধারণ মানুষের ওপর ট্যাক্স বসিয়ে চলছে। এসময় আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম হানিফের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নেই ওঠে না। জেলা বিএনপির নেতা আবু তাহের দুলাল, তারেক আদনান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। Comments SHARES জাতীয় বিষয়: