নয়নের পৃষ্ঠপোষকদের বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

নিউজ ডেস্ক নয়ন বন্ডের পেছনে কারা, তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে নয়ন বন্ডের মৃত্যুর কোনো সম্পৃক্ততা নেই। তবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণের সঙ্গে আওয়ামী লীগও একমত। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে সরকারের দুই মন্ত্রী এসব মন্তব্য করেন।

বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরিফকে কুপিয়ে হত্যার পর হাইকোর্টের মন্তব্য, এমন নৃশংস হত্যাকারী নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। তাকে তৈরি করা হয়েছে। নেপথ্যে কারা, তা খতিয়ে দেখার নির্দেশও দেন উচ্চ আদালত।

রাজধানীতে আবাহনী মাঠে এক ক্রীড়া অনুষ্ঠানে এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নয়ন বন্ডের পেছনে কারা, তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

হত্যাকাণ্ডের ছয় দিনের মাথায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় মূল আসামি নয়ন বন্ড। পরে, হাইকোর্ট জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আদালত পছন্দ করেন না।

এবিষয়ে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগও সমর্থন করে না।

রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেবে আদালত আশা করছেন ওবায়দুল কাদের।

Comments