এডিসের লার্ভা বেশি টায়ারে, মশা বেশি বাস করে টার্মিনাল ও রেলস্টেশনে

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

ডেঙ্গু মশার লার্ভা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে পরিত্যক্ত টায়ারে, আর প্রাপ্তবয়স্ক এডিস মশা সবচেয়ে বেশি পাওয়া গেছে বাস টার্মিনাল, বাস ডিপো ও রেলওয়ে স্টেশনে। গত ৩১ জুলাই থেকে গত ৪ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার করা সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

রোগ নিয়ন্ত্রণ শাখা রাজধানীর ঢাকার ১৪টি এলাকায় এই জরিপ করেছে বলে বাংলা ট্রিবিউনকে জানায় রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

আজ রবিবার ( ১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে বলেও জানান ডা. সানিয়া।

ডা. সানিয়া তহমিনা বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৩১ জুলাই থেকে গত ৪ আগস্ট পর্যন্ত বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বস্তি এলাকা, মেট্রোরেল প্রজেক্ট, পুলিশ লাইন, হাসপাতালসহ মোট ১৪টি এলাকায় চারটি কীটতত্ত্ববিদের দল এই জরিপ পরিচালনা করে

Comments