থানা হাজতে আসামির আত্মহত্যা, মায়ের অভিযোগ পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

নীলফামারীর কিশোরগঞ্জে থানা হাজতে থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আব্দুল্লাহ আল মামুন (২২) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মামুন কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যদুমনি গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

তবে মামুনের মা মনিরা বেগম অভিযোগ করেন, পুলিশ তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানায়, থানা হাজতে থাকা কাঁথা ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মামুন। সদর ইউনিয়নের কেসবা তেলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের একটি গরু চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চুরি যাওয়া গরুসহ এলাকাবাসী শনিবার দুপুরে তাকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় থানার উপপরিদর্শক জাহিদ হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তাকে থানা হাজতে রেখে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এরই মধ্যে বিকেল ৫টার দিকে হাজতে থাকা কাঁথা ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে হাজতের ভেন্টিলেটরের রডে ঝুলে আত্মহত্যা করে সে।

মামুনের মায়ের অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, ‘এর আগেও সে চুরি ও মাদকের মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ নামানো হয়েছে এবং ম্যাজিস্ট্রেট নিজেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

Comments