ঈদুল আজহার জামায়াত কোথায় কখন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টায় দেশের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ৫ টি ঈদ জামাত। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, কাল সোমবার সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। দেশের প্রধান ঈদ জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাতের প্রথমটি সকাল ৭টা, দ্বিতীয়টি সকাল ৮টা, তৃতীয়টি সকাল ৯টা, চতুর্থটি সকাল ১০ ও সর্বশেষ জামায়াত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামায়াতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামায়াতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতী মুদীউদ্দীন কাসেম, তৃতীয় জামায়াতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও সর্বশেষ জামায়াতে আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ুম আজহারী। ঢাকার দুই সিটি কর্পোরশন সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠসহ বিভিন্ন স্থানে ৪০৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পত্রিকায় পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ঈদের জামাত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় সকাল ৮টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটক-সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায়, ফজলুল হক মুসলিম হল মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৭টায় দারুস সালামের মীর বাড়ি (মাতবর বাড়ি) আদি জামে মসজিদে, আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৭টায় লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত হবে। সকাল সাড়ে ৭টায় জামাত হবে মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারে মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ ময়দানে, সায়েদাবাদ চিশ্তিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ ও মিরপুর ১২ নম্বর সেকশনের হারুণ মোল্লাহ্ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে। সকাল ৮টায় লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদে, ধানমন্ডি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাতটি সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাতটি সকাল সোয়া ৯টায় হবে। উত্তর কুতুবখালী জামে মসজিদে ঈদের জামাত হবে দুটি। প্রথম জামাতটি সকাল ৭টায় ও দ্বিতীয় জামাতটি সকাল ৮টায় হবে। দেওয়ানবাগ শরিফে সকাল ৮টায়, সকাল সাড়ে ৯টায় ও সকাল ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সকাল ৮টায় প্রথম জামাত এবং দ্বিতীয় ও সর্বশেষ জামাতটি সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। খুলনায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায় খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, খুলনায় ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ জামাত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। আবহাওয়া প্রতিকূল থাকলে সাড়ে ৮টায় কালেক্টরেট জামে মসজিদে একটি জামাত হওয়ার কথা রয়েছে। এছাড়া নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদ্রাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, জেলা পুলিশ লাইন ময়দান, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনী মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ ও দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাত হবে। ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরী ও বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহীতে শাহমখদুম মাঠে সকাল ৮টায় রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে, বৈরি আবহাওয়ার থাকলে এবং কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় সম্ভব না হলে একই সময় হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। একই সময় ঈদের দ্বিতীয় বড় জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেববাজার মসজিদ সংলগ্ন রাস্তায়। রাজশাহীর অন্যতম বড় ঈদগাহ টিকাপাড়া ঈদগাহ ময়দানেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরিশালে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রধান জামাতে মাওলানা সিহাবউদ্দিন বেগ প্রধান ইমামতি করবেন। জেলায় সর্ব বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এখানে ঈদ জামাতে ইমামতি করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ ময়দানে সকাল ৮টায়। বিভাগের তৃতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার দৃস্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। বরিশালে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, কেন্দ্রীয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইনস মাঠে সকাল ৮টায় ও ৯টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ও সকাল সোয়া ৮টায়। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ল কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ফকিরবাড়ি রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল ৮টায়, খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায়, সাগরদী জামে মসজিদে সকাল ৮টায় এবং কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে। Comments SHARES জাতীয় বিষয়: