ঈদ উপলক্ষে বন্যার্তদের মাঝে সরকারি বাঙলা কলেজের ত্রাণ বিতরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধা জেলার বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে ঢাবি অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি রাকিব-উজ-জামানের নেতৃত্বে আজ (শনিবার) বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। বানভাসি মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধা জেলার বালাশী ঘাট সংলগ্ন পাকার মাথার কাইনারহাটের আশে পাশের এলাকার ১৯৫ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করে সংগঠনটি। ত্রাণের প্যাকেটে চাল, ডাল, সেমাই, চিনি, দুধ রাখা হয়েছে। সরকারি বাঙলা কলেজের গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃরাকিব-উজ-জামানের নেতৃত্বে এ ত্রাণ বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিলন চন্দ্র দাস, আহমেদ সুমন, আল আমিন মিয়া, ইমরান হোসেন সজীব, এস.এম সোহেল। ত্রাণ বিতরণ টিমের সহযোগিতায় ছিলেন জাহিদ, শফিকুল, সাবির, মিম, রায়হান, নাদিম, মেহেদী, রিমেল, রেদয়ান, তারিকুল, লুৎফর, মারুফ, শফিউল, রাব্বি, সাজ্জাদ, রাতুল, ফেরদৌস, জাকির, মনিরুজ্জামান, রফিকুলসহ আরও বেশ কয়েকজন। উল্লেখ্য, এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছিল। এর মধ্যে গাইবান্ধা জেলার বন্যা পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। জেলাটির অন্তত ১৮ জায়গায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গিয়ে ৪২৪ টি গ্রাম প্লাবিত হয়েছিল। এছাড়া ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার অধিকাংশ অঞ্চল পানির নিচে চলে গিয়ে জেলার প্রায় ছয় লক্ষাধিক মানুষ বন্যার পানিতে ঘরছাড়া হয়েছিল। বন্যার পানি নেমে গেলে গেলেও দুর্গতদের মাঝে ত্রাণের জন্য দুর্ভোগ দেখা দেয়। এরই প্রেক্ষিতে সরকারি বাঙলা কলেজের গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ ত্রাণ বিতরণে এগিয়ে আসে। সংগঠনের সভাপতি রাকিব-উজ-জামান বলেন, “আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণের উদ্দেশ্যে গঠিত হলেও নিজ জেলার বন্যার্তদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। নিজ জেলার যেকোন দুর্যোগে আমাদের সংগঠনটি অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। সংগঠনের প্রত্যেক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সাহায্য- সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না।” Comments SHARES সারাদেশ বিষয়: