চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

নিউজ ডেস্ক: ৫ দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠকে রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা বলবেন দুই শীর্ষ নেতা। সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের আরো জোরালো ভূমিকা চাইবেন শেখ হাসিনা।

একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাঁধাগ্রস্থ হতে পারে বলেও সতর্ক বার্তা দেয়া হবে। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে আলোচনায় হতে পারে। রোহিঙ্গা ইস্যুতে এর আগেও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বেইজিং। শীর্ষ বৈঠকের পর সে ধোঁয়াশা কাটবে বলে আশা করছে ঢাকা।

Comments