ঠাকুরগাঁওয়ে রেলস্টেশনে ১১ টিকিট কালোবাজারি আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার ৯ আগস্ট সকাল ১০ টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার শাহ ঠাকুরগাঁও রোড সংলগ্ন রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও রেলস্টেশনে টিকিট কালোবাজারি চক্রের ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিকিট কালোবাজারি চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাকি ৮ জন স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মুচলেকা দিয়ে ছাড়া পায়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ইসলামনগরের আব্দুল আলীমের ছেলে করিমুল ইসলাম, একই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মিঠুন, মাইনউদ্দিনের ছেলে মামুন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহ বলেন, আগে যারা টিকিট কালোবাজারি করেছেন তারা এই ধরণের কার্যক্রম থেকে বিরত থাকুন, এখন টিকিট কালোবাজারি করার কোনো সুযোগ নেই। যার আসলেই টিকিটের প্রয়োজন আছে সে যেন নিজে রেল স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করে এবং টিকিট সংগ্রহের সময় অবশ্যই ভোটার আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন টিকিট কালোবাজারি না হয় সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। Comments SHARES সারাদেশ বিষয়: