অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি: কাদের

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯

এবারের ঈদ যাত্রায় ‘অতিরিক্ত ভাড়া আদায় অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলেও জানান তিনি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত ভাড়ার ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে এরইমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে বিআরটিএ ভিজিলেন্স টিম কাজ করছে। পুলিশ-র‌্যাব কাজ করছে। একটা পরিবহন অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না। বিআরটিসির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়ার অভিযোগ পেয়েছি চেয়ারম্যানকে দৃষ্টিগোচর করেছি। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। মহাসড়কে কোনো সমস্যা নাই। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও মাওয়া জাজিরা রুটে মাঝে মাঝে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ কারণে গাড়ি আসতে পারছে না, আশা করছি ঠিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘গতকাল ভারী বর্ষণ ছিল নিম্নচাপের সর্তক সংকেত ছিল। তাই ঘরমুখো যাত্রা তেমন স্বস্তিদায়ক ছিল না। তবে আজপর্যন্ত যাত্রা স্বস্তিদায়ক আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ভারী বর্ষণ বাধা হয়ে না দাঁড়ালে আমার মনে হয় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’

তিনি বলেন, ‘এবার বন্যা এবং ডেঙ্গু জ্বরে সারাদেশে আতঙ্ক ছড়িয়েছে। এডিস মশার কামড়ের ভয় আছে মানুষের মাঝে। বাড়ি যাওয়ার আনন্দতো আছেই। আনন্দের সঙ্গে শঙ্কাও আছে, আবার উদ্বেগও আছে। আমরা আশা করি যাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক চেষ্টা রাখব। এ ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমরা মনিটরিং করছি।’

Comments