বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

বেতন-বোনাসের দাবিতে রাজধানীর মিরপুর এক নম্বরের সনি সিনেমার সামনে পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এ কারণে ঈদুল আজহার আগে শেষ কর্ম দিবসে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে বুধবার বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বিক্ষোভ করে শ্রমিকেরা। ওই সময় গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ আশ্বাস দেয় বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে পাওনা পরিশোধ করা হবে।

বিক্ষুব্ধরা জানান, সেই কথা না রাখায় তারা বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করেছেন।

পোশাক শ্রমিকেরা সব ধরনের যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। এমনকি মোটরসাইকেলও বাদ পড়ছে না। বিপাকে পড়েছেন ওই সড়ক ধরে গাড়িতে চলাচলকারীরা।

জানা যায়, বিক্ষুব্ধরা মল্লিক টাওয়ারের জারা জিনস নামের প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মচারীদের পাওনা আদায় না করে মালিকপক্ষ আত্মগোপনে আছেন বলে অভিযোগ উঠেছে।

তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, গার্মেন্টস মালিক, বিজিএমইএ কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Comments