বালিয়াকান্দিতে ভিজিএফ’র কার্ড বিতরণ শুরু

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধিঃ  আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ভিজিএফ’র কার্ড বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া, জামালপুর, বহরপুর, ইসলামপুর, নবাবপুর, জঙ্গল ও সদর ইউনিয়নসহ ৭ ইউনিয়নের মধ্যে এই ভিজিএফ’র কার্ড বিতরণ শুরু করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ নায়েব আলী শেখ তার ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এই কার্ড বিতরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা ও আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাউল বিতরণ করা হবে।

তাই উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যানের মাধ্যমে তাদের স্ব-স্ব ইউনিয়নের হতদরিদ্রদের চাউল বিতরণের আগেই তাদের কার্ড বিতরণ শুরু হয়েছে। যাতে চাউল বিতরণের দিন হতদরিদ্ররা কোন ভোগান্তিতে না পড়েন।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এবার এই উপজেলায় প্রায় ১৫ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষ প্রতিজন ১৫ কেজি করে ভিজিএফ’র চাউল পাবে। আগামি ৭ আগস্ট থেকে এই চাউল বিতরণের কার্যক্রম শুরু হবে।

Comments