ভৈরবে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান শুরু

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

ভৈরব প্রতিনিধি: সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এই ডেঙ্গু বা এডিস মশা প্রতিরোধ করার জন্য ভৈরবে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

৪ আগষ্ট রবিবার বিকেলে ভৈরব উপজেলা শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এ সময় তিনি ভৈরব দুর্জয় মোড় ও ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ফগার মেশিন দিয়ে ঔষুধ স্প্রে করার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপনা বেগম,
শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের আলম দানিস প্রমুখ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্ধ।

কার্যক্রম উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, সারা দেশে উদ্বেগজনকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এ কারণে ডেঙ্গু মোকাবেলায় ভৈরব উপজেলার বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো কার্যক্রম শুরু করা হয়েছে।

এছাড়া তিনি আরো বলেন, মশক নিধন করার জন্য স্প্রের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। ফুলের টব,গাড়ীর পরিত্যাক্ত টায়ার, বা বাসা- বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ ডেঙ্গুর বাহক এডিস মশা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে।

তাই ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে আরো জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভ্রাম্যমাণ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভ্রাম্যমাণ কুইজ প্রতিযোগিতায় সাধারণ মানুষদের ডেঙ্গু এবং ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশ্ন উত্তর সঠিকদাতাদের পুরস্কৃত করা হয়। যেন তারা ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আরো উৎসাহিত হয়। তাছাড়া জনসচেতনার লক্ষে সর্বস্থরের জনসাধারণের মাঝে নিয়মিত জনসচেতনা মূলক লিফলেট ও বিতরণ করা হচ্ছে।

এছাড়া তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে।

Comments