গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিষ্কার পরিছন্ন অভিযান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: দেশে বর্তমানে সবচেয়ে আলোচ্য বিষয় হল এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর। চলতি বছরে ঢাকা শহরে এডিস মশার ব্যাপক বিস্তার লাভ করেছে। এ মশার কামড়ে প্রতি এক মিনিটে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে । ডেঙ্গু জ্বরে এ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদিত তথ্য অনুযায়ী ১৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে পত্র পত্রিকায় প্রাপ্ত হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা-৫৩ জন। চলতি বছরে এ রোগে আক্রান্ত ১৭ হাজার ৩৩৯ জন। এ এডিস মশা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তার লাভের সম্ভবনা রয়েছে এমন শঙ্কায় এডিস মশার হাত থেকে রক্ষা পেতে আগাম ব্যবস্থা হাতে নিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। নিজেদের থানা ক্যাম্পাসকে নিরাপদ রাখতে থানার আশেপাশের অপ্রয়োজনীয় আগাছা তারা পরিষ্কার করছে। এ বিষয়ে থানা সুত্র জানিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সার্বিক তত্বাবধানে গোবিন্দগঞ্জ থানা ক্যাম্পাসকে এডিসমুক্ত (ডেঙ্গু মুক্ত) করার লক্ষে রবিবার (৪ আগষ্ট) সকাল থেকে গোবিন্দগঞ্জ থানা ক্যাম্পাস পরিচ্ছন্ন করা হচ্ছে। এসময় গোবিন্দগঞ্জ থানার ওসি নিজেও কাচি হাতে নিয়ে পরিষ্কার পরিছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানিয়েছেন প্রত্যেকের বাসস্থান ও কর্মস্থল পরিষ্কার পরিছন্ন রাখলে এ মশা বিস্তার লাভের সুযোগ পাবেনা এতে আমরা এডিস মশার হাত থেকে এবং মশাবাহীত সকল রোগ থেকে রেহাই পাবো। Comments SHARES সারাদেশ বিষয়: