সুস্থতা অর্জনের পথে প্রধানমন্ত্রী; ৮ আগস্ট দেশে ফিরবেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে গত ২৩ জুলাই সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সুস্থতা অর্জনের পথে। এই অবস্থায়ও দেশের সব বিষয়ে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন বলেও জানা গেছে। মাহবুবুল আলম হানিফ শনিবার রাজধানীর বারডেম হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব তথ্য জানান। বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ সভার আয়োজন করে। হানিফ বলেন, ৫ আগস্ট চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের তারিখ রয়েছে। এরপর ৭ আগস্ট দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ৮ আগস্ট প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে জানান, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন। প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। প্রসঙ্গত, চোখের চিকিৎসা, বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে ১৯ জুলাই লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জুলাই লন্ডনের একটি হাসপাতালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। Comments SHARES জাতীয় বিষয়: