দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে সরকার কাজ করছে: মেয়র তালুকদার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯ অমিত পাল, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন দেশে শতভাগ বিদ্যুত নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, রামপাল মংলা অর্থনৈতিক জোন হিসাবে চালু হবার পর এখানে বিদ্যুতের চাহিদা বেড়েছে। বিদ্যুতের যাতে ঘাটতি না থাকে তার জন্য এই এলাকায় একটি সাবস্টেশন করা হয়েছে। নির্বিঘ্নে বিদ্যুতের জন্য আমাদের আরও একটি সাবস্টেশন করার পরিকল্পনা আছে। শনিবার সকাল ১১ টায় দিগরাজের বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিঃ পুলিশ সুপার শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুত এর জিএম মোঃ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র বিশ্বাস,ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) এমডি তুহিন হাওলাদার,আলমগীর হোসেন,প্রদীপ গোলদার, সহ পল্লী বিদ্যুত এর বিভিন্নপর্যায়ের কর্মকর্তাবৃন্দ,এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে এম এস সানরাইস এন্টারপ্রাইজ এই বিদ্যুত উপকেন্দ্রটি নির্মাণ করছে । Comments SHARES সারাদেশ বিষয়: