শালবরাট কালী মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি রনজিত রায়

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ শনিবার যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট সার্বজনীন কালী মন্দিরের নির্মান কাজ পরিদর্শন করেছেন এমপি রনজিত রায়। এ দিন দুপুরে তিনি মন্দিরের ছাদ ঢালায়সহ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

তিনি মন্দির চত্বরে পৌছালে শুভেচ্ছা জানান মন্দির কমিটির সদস্য ও ভক্তরা এবং উলু ধ্বনির মাধ্যমে তাকে বরণ করে নেন। তিনি মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় মন্দির কমিটির সভাপতি রিপন দেবনাথ, সহ সভাপতি শান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক লিটন দেবনাথ, কোষাধাক্ষ্য সঞ্জিব দেবনাথ, মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ সহ এলাকার সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত দীর্ঘ ৮০ বছর পর মন্দিরটির সংস্কারের উদ্যোগ নেয় এলাকাবাসী। সংস্কারের ব্যাপারে এমপি রনজিত রায়ের সাথে যোগাযোগ করা হয়। তারপর তিনি নতুন একটা মন্দির করার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০১৭ সালে তিনি এই মন্দিরটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর থেকে মন্দিরটির নির্মাণ কাজ চলমান রয়েছে। মন্দির নির্মাণে এমপি রনজিত রায়ের সার্বিক সহযোগিতায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Comments