চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯ বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ঈদ-উল-আজহা পালিত হবে আগামী ১১ আগস্ট। সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর ফলে হজের অংশ হিসেবে হাজিরা ৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। ৯ আগস্ট সারাদিন মিনায় অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন হাজিরা। ১০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। Comments SHARES জাতীয় বিষয়: