গাইবান্ধায় ‘বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গোবিন্দগঞ্জে ‘বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার নাকাইহাট ইউনিয়ন পরিষদে অসহায় বন্যার্ত চার শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে এই ত্রান সামগ্রী ও শাড়ী কাপড় বিতরন করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।

এসময় বিশেষ অতিথি হিসাবে- উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন, গাইবান্ধা-৩ আসনের সাবেক সাংসদ মো. তোফাজ্জল হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ প্রধান, সাবেক এমপি সাবেক পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জাল হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, নাকাইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, নাকাইহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী, সাধারন সম্পাদক মোকছেদুল আমিন রিপনসহ নেতৃবৃন্দ।

ত্রাণের ভিতর ছিলো চাল, ডাল, শুকনো খাবার, খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনী সামগ্রী।

Comments