স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯ সারা দেশ যখন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে, তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির দুজন সদস্য এ প্রশ্ন তোলেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি। সূত্রে জানায়, কমিটির বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে ডেঙ্গু পরিস্থিতি। বৈঠকে কমিটির সভাপতি আলী আশরাফ ও সদস্য মইনউদ্দীন খান বাদল এই সময়ে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উষ্মা প্রকাশ করে জানতে চান, এ সময়ে মন্ত্রী কেন বিদেশ সফরে গেলেন? বৈঠক সূত্র জানায়, বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। কোন কোন এলাকায় মশার ঘনত্ব বেশি ও ডেঙ্গুর আশঙ্কার কথা সিটি করপোরেশনের দুই মেয়রকে জানানো হয়েছিল। মশকনিধন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়, এটা সিটি করপোরেশনের করার কথা। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি বিভাগকে সমন্বিতভাবে সঠিক ও সময়োচিত পদক্ষেপ নেওয়া এবং আরও দক্ষতার সঙ্গে কাজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সব হাসপাতাল ও অন্যান্য চিকিৎসাসেবা কেন্দ্রে চিকিৎসক-নার্সদের উপস্থিতি এবং চিকিৎসা সেবার গুণগত মান বাড়াতে মনিটরিং কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মো. আলী আশরাফের সভাপতিত্বে কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল, আব্দুল মান্নান, ফখরুল ইমাম ও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বৈঠকে অংশ নেন। Comments SHARES জাতীয় বিষয়: