লোহাগাড়ায় অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া,চট্টগ্রাম:  চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার চুনতি বাজার থেকে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ৫ অস্ত্র উদ্ধার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন চুনতি পুলিশ ফাঁড়ির এসআই পিযুষ চন্দ্র সিংহ, এএসআই চন্দ্র কুমার কুর্মী ও এএসআই সিদ্দিকুর রহমানসহ তাদের সঙ্গীয় ফোর্স।

আটকৃতরা হলেন,মোহাম্মদ ইউছুফ রনি (২৪) পিতাঃ মৃত সুলতান আহমদ অপরজন মোহাম্মদ এসকান্দার (২৩) পিতাঃ মোহাম্মদ কামাল।দুজনেই চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নোমান কলেজ রোড় বাস্তহারা নতুনব্রীজ এলাকার বাসিন্দা।

চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দ্র কুমার কুর্মী বলেন, বিকাল সাড়ে পাঁচটার সময় বিশেষ অভিযান চালিয়ে চুনতি বাজারের একটি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।এসময় তারা পুলিশকে দেখে ভয়ে পালাতে চাইলে পুলিশের সন্দেহ হয়।এরপর তাদের আটক করে একটি দেশীয় তৈরি এলজি ৫ অস্ত্র উদ্ধার করা হয়।বর্তমানে তারা চুনতি পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

Comments