ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে ১০ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে শৈলকুপা থানার এস আই অমিত কুমার জানান, হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বর্তমান মেম্বর

মোশারফ হোসেন মুসা ও সাবেক মেম্বর গোলাম আলী মোরাদের দুটি দল আছে। গ্রামবাসী দুদলে বিভক্ত হয়ে পড়েছে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। আজ সকালে গোলাম আলী সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যায়।

এ সময় মোশারফ হোসেন সমর্থক তার ভাই ফজল সর্দার বাধা দেয়।এ নিয়ে দুপক্ষ ঢাল সরকি রামদা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। উত্তেজনা থাকায় ওই গ্রামে পুলিশ মোতায়েন আছে।

Comments