ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এনামুল আর নেই

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আজ ৩০ জুলাই রাত আনুমানিক আড়াই টার সময় নিজ বাসা ঠাকুরগাও রোডে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর গ্রামের বাড়ী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পলাশবাড়ী গ্রামে।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি তাঁর ২ছেলে, ৪ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা আজ বাদ আসর ঠাকুরগাঁও রোড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ সকল ধর্মপ্রাণ মুসলমানগণকে জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করেছেন ৷

Comments