বরিশাল মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ২ রোগীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

বরিশালে ডেঙ্গু আক্রান্ত দুইজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টায় একজন এবং রাত পৌনে ৪টায় আরেকজনের মৃত্যু হয়।

মারা যাওয়া দুইজন হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

তারা দুইজন ঢাকা থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, আসলাম খান গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সোহেলকে সোমবার রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। রাত পৌনে ৪টার দিকে তিনি মারা যান। তারা দুইজন ঢাকায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও চিকিৎসা না করিয়ে কেন গ্রামে গেলেন সেটা বুঝতে পারছি না। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সেরকম সময় পাইনি। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

গত মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ১৫ জন পুরষ এবং ৯ জন নারী। গতকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

Comments