গোবিন্দগঞ্জে ভয়েড’র যুগপূর্তি উপলক্ষে প্রগতি পাঠ উম্মোচন অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯ রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভয়েড’র যুগপূর্তি উপলক্ষে প্রগতি পাঠ উম্মোচন, মেধা প্রতিযোগিতা এবং ভয়েড সাহিত্য পুরষ্কার ২০১৯ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন গাইবান্ধা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাঃ মোকাররম হোসেন রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু সহ গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। মেধা প্রতিযোগিতায় প্রথম, ২য় ও ৩য় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। Comments SHARES সারাদেশ বিষয়: