বাঘারপাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ বাঘারপাড়ায় মাহবুব আলম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রবিবার এলাকাবাসীর পক্ষে কবির হোসেন নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শনিবার বিকালে মাহবুব তার লোকজন নিয়ে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর মৌজার সাবেক ইউপি সদস্য বাকি বিল্যাহর বাড়ি সংলগ্ন একটি শিমুল গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এলাকাবাসীর অভিযোগ সরকারি অনুমতি না নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মাহাবুব এ গাছ কেটে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উক্ত স্থান থেকে গাছ কেটে খন্ড খন্ড করে অন্তারামপুর বাজারে মজুদ করে রাখা হয়েছে। অভিযুক্ত মাহাবুব আলম বলেন, আমার জায়গায় মনে করে আমি গাছ কেটেছি। Comments SHARES সারাদেশ বিষয়: