ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল কাল; ব্যাপক প্রস্তুতি গ্রহণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদকভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল ও স্বারকলিপি প্রদান করবে দেশের অন্যতম ইসলামী রাজনৈতিক সংগঠন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’।

জানা গেছে, ইতোমধ্যে চরমোনাই পীর সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন এ দলটি আগামীকালের কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির এক সদস্য একুশ নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরই মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বেড়েছে। অথচ, ভারতবর্ষ হিন্দুদের দেশ নয়, এটা মুসলমানদের দেশ। মুসলমানরা সাত শত বছর পযন্ত ভারতবর্ষ শাসন করেছে। কিন্তু কোন হিন্দুকে আঘাত করেনি।”

তিনি বলেন, “বর্তমানেও ভারতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দ্বিতীয় এবং ২৯% শতাংশ। জনসংখ্যার বৃহৎ এ অংশকে ভারত সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে কোনঠাসা করে রাখা হয়েছে। বিভিন্ন সময় তাদের ওপর উগ্র হিন্দুত্ববাদীরা নির্যাতন করে আসছে। ইসলামী আন্দোলন প্রতিবেশী দেশ থেকে সেই নির্যাতনের প্রতিবাদের উদ্যোগ গ্রহণ করেছে।”

“আগামীকাল ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল ও স্বারকলিপি প্রদানের কর্মসূচি সেই প্রতিবাদের একটি অংশ। আশা করছি,দল-মত নির্বিশেষে দেশের মুসলিম তৌহিদি জনতা এ কর্মসূচি সফল করতে আমাদের সঙ্গী হবেন। ” যোগ করেন তিনি।

এদিকে, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

Comments