গোপালগঞ্জে সড়কে বাস উল্টে নিহত ৪

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপালগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে যাচ্ছিল। ভাটিয়াপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।

ওসি বলেন, উদ্ধারকাজ চলছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

Comments