গোবিন্দগঞ্জে এমপির পক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার অন্যতম ক্ষতিগ্রস্থ বন্যা কবলিত অঞ্চল হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার ও নাকাই ইউনিয়ন পরিষদে অসহায় বন্যার্ত চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আব্দুল্যা হাসান চৌধুরী লিটন।

এসময় নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা লেলিন সহ হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণের ভিতর ছিলো চাল, ডাল, শুকনো খাবার , খাবার স্যালাইন সহ প্রায় ১০ কেজি ওজনের বিভিন্ন নিত্যপ্রয়োজনী সামগ্রী।

 

Comments