১১ সংগঠনের সাথে মতবিনিময়

৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফল করার আহ্বান

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের উপর মিথ্যা অজুহাতে অব্যাহত জুলুম-নির্যাতন, খুন-ধর্ষণ ও গো-জবাইসহ ধর্মীয় আচার অনুষ্ঠানে বাঁধা প্রদানের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩০ জুলাই সকাল ১০টায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণ মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ আশরাফ আলী আকন।

আজ ২৭ জুলাই রবিবার বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে ১১টি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত আহ্বান জানান।

ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ওমর ফারুক, দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ জামাল উদ্দীন।

গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুন অর রশীদ, ইসলামী অটো মটোরবাইক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওঃ আবু মুসা নেসারী, মৎস্য শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ড. মাহবুবুর রহমান, হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন ভূঁইয়া, নির্মাণ শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, হোটেল রেস্তোরাঁ শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত, দোকান শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ জামাল উদ্দীন, ইসলামী মিনি ট্রাক পিক আপ শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম, তাঁত শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ মোখলেছুর রহমান, সিএনজি অটোরিকশা শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আব্দুল হাই প্রমূখ।

 

Comments