হারানো পদ উপ-নির্বাচনে ফিরে পেলেন এ্যাডঃ জিল্লুর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ০১নং পাড়িয়া ইউপি উপ-নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জিল্লুর রহমান ঘোড়া প্রতীকে ৭ হাজার ১৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী ফজলে রাব্বী (রুবেল) নৌকা প্রতীকে ৩ হাজার ৮৬৫ ভোট পান। আজ জুলাই ২৫, ২০১৯ বৃহস্পতিবার, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটারগণ পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করেন। এখানে ৯টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল- ১৫ হাজার ৮২২ জন ৷ বিগত ২০১৬ সালের নির্বাচনে বুলবুল আহমেদের নৌকা প্রতীকের কাছে হেরে যান তিনি ৷তার আগে তিনিই ছিলেন চেয়ারম্যান ৷ উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলা গত ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীগণ বিজয়ী হয়েছিলেন। গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনে পাড়িয়া ইউপির চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল অংশগ্রহণ করায় চেয়রম্যান পথ থেকে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষনা করেন। বিজয়ী প্রার্থী এ্যাডঃ জিল্লুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ৷ এ্যাডঃ জিল্লুর বলেন, মানুষ আমাকে ভালবাসে বলেই তাদের ভোটে আমাকে নির্বাচিত করেছে ৷আমি সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম এবং থাকবো ৷ Comments SHARES সারাদেশ বিষয়: