হাফিজুর রহমানের নামে ভিত্তিহীন সংবাদ, রামপাল প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ হাফিজুর রহমানকে জড়িয়ে কয়েকটি লাইসেন্সবিহীন ভূয়া অনলাইন নিউজ পোর্টাল ও একটি দৈনিক সংবাদপত্রে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিদাতারা হলেন – রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি, সহ-সভাপতি মোঃ খৈয়াম হোসেন খিজির, মোঃ আতিয়ার রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ বজলুর রহমান, মোঃ বাকী বিল্লাহ, মোঃ রেজাউল করিম, মোঃ আওরঙ্গজেব, মুনাওয়ার হোসেন রনি, চয়ন মন্ডল, গোলাম ইয়াছিন রাজু, অমিত পাল, সুব্রত ঢালী , দেলোয়ার হোসেন, মোঃ হাফিজুর রহমান, শেখ আব্দুল্লাহ, আবু তাহের ফয়সাল সহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিবৃতিতে ভবিষ্যতে এরূপ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করলে ওইসকল ভূয়া মিডিয়ার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ সহ প্রেসক্লাব কঠোর অবস্থান নেবে বলে হুশিয়ার করা হয়েছে।

Comments