রায়পুর উপ নির্বাচন পঞ্চমবারের মত চেয়ারম্যান হলেন স্বপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে বাঘারপাড়ার রায়পুর ইউপি উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও ৪ বারের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন নৌকা প্রতিক নিয়ে ৭ হাজার ৪ শত ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি ঘরোনার স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৪ শত ৬৯ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার কামরুজ্জান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত তবে মহিলা ভোটারদের সংখ্যা ছিল একটু বেশী। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৪ টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৯১ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৭৫০ জন। অন্যদিকে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্যের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক ইউপি সদস্য শিউলি খাতুন বই প্রতীক নিয়ে ৪ শত ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি সাবেক ইউপি সদস্য শরিফা খাতুন মাইক প্রতীক নিয়ে ৪ শত ৭০ ভোট পেয়েছেন। Comments SHARES সারাদেশ বিষয়: