যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি:  যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে আহাদ জুট মিলের ঢালাই কারখানার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে কারখানায় ফ্যানের সুইচ অন করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের আক্কাস মোল্যার ছেলে মতিয়ার রহমান (৫০) ও সুলতানপুর এলাকার মোসলেম গাজীর ছেলে কবির গাজী (৩৬)।

দুই শ্রমিকের এক সঙ্গে মৃত্যু হওয়ায় কারখানায় শোকের ছায়া নেমে এসছে। যশোর শহরতলী ঝুমঝুমপুরের আহাদ জুট মিলের ২ নম্বর ইউনিটের ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, এদিন সকাল ১০ টার দিকে শ্রমিকরা ঢালাই কারখানায় কাজ করছিলেন।

এ সময় গরমের কারণে মতিয়ার রহমান সেখানে থাকা স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে রক্ষা করতে এগিয়ে যান আরেক শ্রমিক কবির। মতিয়ার রহমানেকে ধরতেই তিনি বিদ্যৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাদরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে। সেখানে দায়িত্বরত চিকিৎসক অমিয় দাস তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন ওই দুই শ্রমিক। অন্য শ্রমিকরা জানান, হঠাৎ করেই আমরা দুইজন সহকর্মীকে হারালাম। এতে তারা ব্যথিত।

হাসপাতাল মর্গে দায়িত্বরত পলিশ সদস্য রুহুল আমিন জানান, ময়নাতদন্তের পর দুপুরে দুই শ্রমিকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments