রামপালে জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯ পালিত

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :  `নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে রামপালে জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে জনসচেতনতামূলক র‌্যালী এবং তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাজাহান মিয়া, রামপাল থানার এসআই প্রবীর মন্ডল সহ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আগামী ৩১ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে।

 

Comments