আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: মির্জা ফখরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। এ জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।’ আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। খুলনা মহানগরীর শহীদ হাদীস পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশ শুরু হওয়ার আগে সকাল ১১টা থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ব্যানার হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে হাজার হাজার নেতা-কর্মীরা। এদিকে মিছিলের জন্য সমাবেশের আশ পাশের রাস্তায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। সমাবেশের শুরুতেই বিভাগের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু, মসিউর রহমান, সৈয়দ মেহেদী আহামেদ রুমী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও জেলার সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা স্থানীয় নেতা-কর্মীদের বক্তব্যের ফাঁকে ফাঁকে দলীয় ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। Comments SHARES সারাদেশ বিষয়: