খুলনায় আগ্নেয়াস্ত্রের ই লাইসেন্স পদ্ধতি চালু

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স পদ্ধতি চালু হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ই-লাইসেন্স পদ্ধতি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।

আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স টেকসই ও সহজে বহনযোগ্য। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ থাকার ফলে এটি আরো নিরাপদ হবে। আগ্নেয়াস্ত্রের নকল লাইসেন্স তৈরি অত্যন্ত কঠিন। আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স পদ্ধতি চালুকরণ একটি সময়োপযোগী পদক্ষেপ। ই-লাইসেন্স কার্যক্রমের সার্বিক তদারকি করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, জুডিসিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার রুলী বিশ্বাস এবং জুডিসিয়াল মুন্সিখানার সহকারীবৃন্দ।

Comments